মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৭
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ্ নবী নূহ (আ) ও আল্লাহর বাণী “এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি” প্রসংগ
(৭) ইব্ন আব্বাস (রা) শাফায়তের হাদীসে আরো বলেন, অতঃপর নূহ (আ) বলবেন, আমি তোমাদের এই বিষয়ের যোগ্য নই। আমি একটি দোয়া করেছিলাম যার ফলে যমিনবাসী ডুবে গিয়েছিল। তাই আজ আমি আমার নিজের ব্যাপারেই চিন্তিত। 
(হাদীসটি গরীব)
(হাদীসটি গরীব)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى ذكر نبى الله نوح عليه السلام وقول الله عز وجل وكذلك جعلناكم أمة وسطا
عن ابن عباس (6) فى حديث الشفاعة أيضا قال فيقول (يعنى نوحا) انى لست هنا كم انى دعوت بدعوة أغرقت أهل الأرض وإنه لا يهمنى اليوم الا نفسى