মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১০৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: আদম ও মূসার (আ) বিতর্ক
(১০৫) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, আদম ও মুসা (আ) বিতর্কে লিপ্ত হলেন। মূসা (আ) বললেন, হে আদম! আপনি আমাদের পিতা। আপনি আমাদের ক্ষতি সাধন করেছেন এবং আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন। (অপর বর্ণনায়-আপনি সেই আদম, যাঁর ত্রুটি তাঁকে জান্নাত থেকে বের করে দিয়েছিল।) তখন আদম (আ) তাঁকে বললেন, তুমি সেই মূসা, যাঁকে আল্লাহ্ তাঁর 'কালাম এর জন্য বাছাই করেছেন। (আবার বলেন), তাঁর রিসালত-এর জন্য নির্বাচিত করেছেন, এবং তাঁর স্বহস্তে তোমার জন্য (কিতাব) লিখেছেন। তুমি আমাকে ভর্ৎসনা করছো এমন একটি বিষয়ে, যে বিষয়টি আল্লাহ্ আমার সৃষ্টির চল্লিশ বছর পূর্বে আমার জন্যে নির্ধারণ করে রেখেছিলেন? রাসূল (ﷺ) বলেন, আদম মুসার (আ) উপর বিজয়ী হলেন, আদম মুসার (আ) উপর বিজয়ী হলেন,আদম মুসার (আ) উপর বিজয়ী হলেন।
(এই হাদীসের উদ্ধৃতি ১ম খণ্ডে কিতাবুল কদর-এ বর্ণিত হয়েছে।)
كتاب خلق العالم
باب ما جاء فى احتجاج آدم وموسى عليهما السلام
عن أبى هريرة (5) قال قال رسول الله صلى الله عليه وسلم احتج آدم وموسى عليهما السلام فقال موسى يا آدم أنت أبونا خيبتنا وأخرجتنا من الجنة (وفى رواية أنت آدم الذي أخرجتك خطيئتك من الجنة) فقال له آدم يا موسى أنت الذي اصطفاك الله بكلامه، وقال مرة برسالته وخط لك بيده أتلومنى على أمر قدره الله على قبل أن يخلقنى بأربعين سنة؟ قال حج آدم موسى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৫ | মুসলিম বাংলা