মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১০৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: আদম (আ) এর সন্তান কাবীল, হাবীল ও অন্যান্য
(১০৬) বুসর ইবন সা'ঈদ থেকে বর্ণিত, সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা) উছমান ইব্‌ন আফফান (রা) এর সময়ে দেখা দেওয়া ফিতনা কালে বলেন, আমি এই মর্মে সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহর রাসূল (ﷺ) অবশ্যই বলেছেন, নিশ্চয় (ভবিষ্যতে) ফিতনা (সংঘটিত) হবে। সেই সময় উপবিষ্ট জন দণ্ডায়মান থেকে উত্তম, দণ্ডায়মান ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম এবং চলমান ব্যক্তি দ্রুত ধাবমান ব্যক্তির চেয়ে উত্তম (বলে বিবেচিত) হবে। সাহাবী বলেন, যদি আমার গৃহে প্রবেশ করে আমাকে হত্যার উদ্দেশ্যে হস্ত প্রসারিত করে, তাহলে আমি কী করবো? তিনি বলেন, তুমি তখন আদম সন্তান (হাবীলে)র ন্যায় হয়ে যাও। (হাবীল তার হত্যাকারী ভাই কাবীলকে হত্যার উদ্দেশ্যে হস্ত প্রসারিত করেনি)।
(আবু দাউদ ও তিরমিযী)
كتاب خلق العالم
باب ما جاء فى ابنى آدم قابيل وهابيل وغيرهما
عن بسر بن سعيد (1) ان سعد ابن أبى وقاص رضى الله عنه قال عند فتنة عثمان بن عفان رضى الله عنه أشد أن رسول الله صلى الله عليه وسلم قال إنها ستكون فتنة القاعد فيها خير من القائم، والقائم خير من الماشى، والماشى خير من الساعى، (2) قال افرأيتنى ان دخل على بيتى فبسط الى يده ليقتلنى قال كن كابن آدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৬ | মুসলিম বাংলা