মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১০৪
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : আদমের (আ) ভুলের কারণ, জান্নাত থেকে তাঁর নিষ্ক্রান্ত হওয়া এবং তাঁর নবুয়তের দলীল
(১০৪) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, সূর্য উদয় হয়েছে, এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন শুক্রবার দিন। এই দিনে আদমকে (আ) সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে। এই দিনে তাঁকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য বর্ণনায় অতিরিক্ত এসেছে- এই দিনে আদমকে (আ) যমিনে প্রেরণ করা হয়েছে এবং এই দিনেই আল্লাহ্ আদমকে (আ) ওফাত (মৃত্যু) দান করেছেন
(মালিক ও যাহাবী)
(মালিক ও যাহাবী)
كتاب خلق العالم
باب ما جاء فى سبب خطيئة آدم وخروجه من الجنة والدليل على نبوته
عن أبى هريرة (4) قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة، فيه خلق آدم، وفيه أدخل الجنة، وفيه أخرج منها، زاد فى أخرى وأهبط الله فيه آدم الى الارض وفيه توفى الله آدم