মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১০৩
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : আদমের (আ) ভুলের কারণ, জান্নাত থেকে তাঁর নিষ্ক্রান্ত হওয়া এবং তাঁর নবুয়তের দলীল
(১০৩) আবু উমামা আল-বাহিলী (রা) থেকে বর্ণিত, আবু যর (রা) বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ), কোন নবী প্রথম? তিনি বলেন, আদম (আ)। আমি বললাম, ইয়া নাবীয়্যাল্লাহ, আদম (আ) কি নবী ছিলেন? তিনি বলেন, হ্যাঁ, তিনি নবী মুকাল্লাম (যাঁর সাথে আল্লাহ্ কথা বলেছেন); আল্লাহ্ তাঁকে স্বহস্তে সৃষ্টি করেন; অতঃপর তাঁর মধ্যে তাঁর রূহ ফুকে দেন এবং তাঁকে সামনাসামনি বলেন, হে আদম!
كتاب خلق العالم
باب ما جاء فى سبب خطيئة آدم وخروجه من الجنة والدليل على نبوته
عن أبى أمامة الباهلى (2) أن أبا ذر رضى الله عنه قال قلت يا نبى الله فأى الأنبياء كان أول؟ قال آدم عليه السلام، قال يا نبى الله أو نبى كان آدم؟ قال نعن نبى مكلم، خلقه الله بيده، ثم نفخ فيه روحه ثم قال له يا آدم قبلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৩ | মুসলিম বাংলা