মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১০২
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : আদমের (আ) ভুলের কারণ, জান্নাত থেকে তাঁর নিষ্ক্রান্ত হওয়া এবং তাঁর নবুয়তের দলীল
(১০২) আবূ হুরাইরা (রা) থেকে শাফায়াত সংক্রান্ত হাদীসে বর্ণিত আছে, তিনি বলেন, অতঃপর আদম (আ) বলবেন, নিশ্চয় আমার প্রভু আজ অত্যন্ত ক্রোধান্বিত; ইতিপূর্বে তিনি এমন ক্রোধান্বিত হননি এবং এর পরে আর কখনও এইরূপ ক্রোধান্বিত হবেন না। তিনি আমাকে একটি নির্দিষ্ট বৃক্ষ থেকে নিষেধ করেছিলেন, কিন্তু আমি নাফরমানী করেছিলাম। সুতরাং নাফসী, নাফসী, নাফসী। আমি নিজের মুক্তি চাই! নিজের মুক্তি চাই! নিজের মুক্তি চাই!
(হাদিসটি গরীব।
(হাদিসটি গরীব।
كتاب خلق العالم
باب ما جاء فى سبب خطيئة آدم وخروجه من الجنة والدليل على نبوته
ومما روى عن أبى هريرة (1) فى حديث الشفاعة أيضا قال فيقول آدم عليه السلام ان ربى عز وجل قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله، ولن يغضب بعده مثله، وإنه تهانى عن الشجرة فعصيته، نفسى نفسى نفسى