মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১০১
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : আদমের (আ) ভুলের কারণ, জান্নাত থেকে তাঁর নিষ্ক্রান্ত হওয়া এবং তাঁর নবুয়তের দলীল
(১০১) শাফায়াত সম্পর্কিত হাদীসে ইব্ন আব্বাস (রা) বলেন, কিয়ামতের দিবসটি মানুষের জন্য প্রলম্বিত হতে থাকবে, তখন মানুষ পরস্পর বলাবলি করবে, চল আমরা মানবপিতা আদম (আ) এর নিকট যাই। তিনি আমাদের জন্য মহাপ্রভুর দরবারে শাফায়াত করবেন, যেন তিনি আমাদের ফায়সালা করে দেন। অতঃপর তারা আদমের (আ) কাছে এসে বলবে, হে আদম, আপনাকে আল্লাহ্ পাক স্বয়ং তাঁর হাতে সৃজন করেছেন। আপনাকে জান্নাতে স্থান দিয়েছেন এবং তাঁর ফেরেশতাদের দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন, সুতরাং আপনি আমাদের জন্য শাফায়াত করুন যেন মহাপ্রভু আমাদের মাঝে বিচার ফায়সালা সম্পন্ন করে দেন। তখন আদম (আ) বলবেন, আমি তোমাদের জন্য সেই অবস্থানে নই। আমাকে আমার ত্রুটির কারণে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ আমি আমার নিজেকে নিয়েই চিন্তিত।
(এটি সুদীর্ঘ হাদীসের অংশবিশেষ। এর বিস্তারিত বর্ণনা সামনে বর্ণিত হবে ইনশাআল্লাহ্।)
(এটি সুদীর্ঘ হাদীসের অংশবিশেষ। এর বিস্তারিত বর্ণনা সামনে বর্ণিত হবে ইনশাআল্লাহ্।)
كتاب خلق العالم
باب ما جاء فى سبب خطيئة آدم وخروجه من الجنة والدليل على نبوته
عن ابن عباس (8) فى حديث الشفاعة قال ويطول يوم القيامة على الناس فيقول بعضهم لبعض انطلقوا بنا الى آدم أبى البشر فليشفع لنا الى رنا عز وجل فليقض بيننا، فيأتون آدم صلى الله عليه وسلم فيقولون يا آدم أنت الذي خلقك الله بيده وأسكنك جنته وأسجد لك وملائكته اشفع لنا الى ربنا فليقض بيننا، فيقول انى لست هناكم، انى قد أخرجت من الجنة يخطينى، وإنه لا يهمنى اليوم الا نفسى الحديث