মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১০০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : আদমের (আ) ভুলের কারণ, জান্নাত থেকে তাঁর নিষ্ক্রান্ত হওয়া এবং তাঁর নবুয়তের দলীল
(১০০) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, বনী ইসরাঈল না হলে মাংসে পঁচন ধরতো না এবং খাদ্যদ্রব্য নষ্ট (ও অরুচিকর) হতো না। (অর্থাৎ তাদেরকে সালওয়ার মাংস মজুত করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করার ফলেই তাতে পঁচন ধরেছিল)। আর হাওয়া (আ) না হলে কোন স্ত্রী তার স্বামীর খিয়ানত করতো না (অর্থাৎ হাওয়া (আ) শয়তানের ধোঁকায় পতিত হয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে খিয়ানতের সূচনা না করলে কোন মহিলাই স্বামীর খিয়ানত করতো না।)
(বুখারী, মুসলিম, মালিক ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, মালিক ও অন্যান্য)
كتاب خلق العالم
باب ما جاء فى سبب خطيئة آدم وخروجه من الجنة والدليل على نبوته
عن أبى هريرة (5) قال قال رسول الله صلى الله عليه وسلم لولا بنو اسرائيل لم يخنز اللحم (6) ولم يخبث الطعام: ولولا حواء لم تخن انثى زوجها