মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৯১
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৯১) আনাস (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা যখন আদমকে (আ) সৃষ্টি করলেন, তখন তাঁর ইচ্ছা অনুযায়ী একটি সময় পর্যন্ত তাঁকে রেখে দিলেন। ইবলিস তাঁর চারদিকে ঘুরে ফিরে পর্যবেক্ষণ করতে থাকে। একপর্যয়ে সে যখন দেখতে পেল যে, এটি অন্তসারশূন্য, তখন সে বুঝতে পারলো যে, এটি এমন সৃষ্টি যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে না।
(মুসলিম ও মালিক)
(মুসলিম ও মালিক)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
عن أنس (10) أن رسول الله صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل آدم (11) تركه ما شاء الله ان يدعه فجعل ابليس يطيف به (12) ينظر اليه فلما رآه أجوف (13) عرف أنه خلق لا يتمالك