মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৯০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৯০) আবূ হুরাইরা (রা) থেকে আরো বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, প্রত্যেক আদম সন্তানকে যমিন খেয়ে ফেলবে, তার মেরুদণ্ডের গোড়ার অংশ বাদে। কেননা, ওই অংশটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে এবং এর মধ্যেই তাকে পুনরায় জোড়া দেওয়া হবে।
(মুসলিম, আবূ দাউদ ও নাসাঈ)
(মুসলিম, আবূ দাউদ ও নাসাঈ)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
وعنه أيضا (6) قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم تأكله الأضر (7) الا عجب الذنب (8) فانه منه خلق (9) ومنه يركب