মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৯২
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৯২) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা আদমকে (আ) সৃষ্টি করেছেন শুক্রবার বাদ আসর। (এটি ছিল তাঁর) সর্বশেষ সৃষ্টি। জুমার দিনের শেষ প্রহরের সৃষ্টি। সময়টি ছিল আসর থেকে নিয়ে রাতের আগমন পর্যন্ত।
(এই হাদীসের উদ্ধৃতি বর্তমান খণ্ডের ১১ নং হাদীসে বর্ণিত হয়েছে।)
(এই হাদীসের উদ্ধৃতি বর্তমান খণ্ডের ১১ নং হাদীসে বর্ণিত হয়েছে।)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
عن أبى هريرة (14) عن النبى صلى الله عليه وسلم أن الله عز وجل خلق آدم عليه السلام بعد العصر يوم الجمعة آخر الخلق فى آخر ساعة من ساعات الجمعة فيما بين العصر الى الليل