মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৮৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৮৫) 'আবদুল্লাহ ইব্‌ন 'আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে (ﷺ) বলতে শুনেছি, আল্লাহ্ তাঁর সৃষ্টিকে সৃষ্টি করে তাদেরকে অন্ধকারে রাখেন। পরে তিনি তাঁর নূর থেকে কিছু অংশ নিয়ে তার সৃষ্টির উপর ঢেলে দেন। তখন তার সমগ্র সৃষ্টির মধ্যে যাকে আল্লাহ্ ইচ্ছা করেছেন, সেই তার নূর প্রাপ্ত হয়েছে। আর যাকে তিনি চাননি, সে নূর পায়নি। সেই দিন যারা নূর প্রাপ্ত হয়েছিল, সেই হিদায়াত লাভ করেছে। আর সেইদিন যে নূর পায়নি, সে গোমরাহ হয়েছে। আর এই কারণেই আমি বলেছি যে, যা কিছু হবে, সে বিষয়ে কলম শুকিয়ে গিয়েছে।
(নাসাঈ, তিরমিযী, বায়হাকী ও তাবারানী)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
عن عبد الله بن عمرو (4) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله خلق خلقه ثم جعلهم فى ظلمة ثم أخذ من نوره ما شاء فالقاه عليهم فأصاب النور من شاء أن يصيبه وأخطأ من شاء، فمن أصابه النور يومئذ فقد اهتدىـ ومن أخطأ يومئذ ضل، فلذلك قلت جف القلم بما هو كائن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৫ | মুসলিম বাংলা