মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৮৪
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৮৪) সাফওয়ান ইবন মু'আত্তাল থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হজ্জের উদ্দেশ্যে বের হই; যখন আমরা 'আরজ' নামক স্থানে পৌছালাম, তখন দেখতে পেলাম একটি সাপ ধড়ফড় করছে এবং দেখি কিছুক্ষণ পরই মারা গেছে। তখন জনৈক ব্যক্তি তার পরিধেয় বস্ত্র থেকে একটি টুকরা বের করে সাপটি পেঁচালো। তারপর মাটিতে গর্ত করে তার ভেতর সেটিকে দাফন করে দিল। যখন আমরা মক্কায় আগমন করে মসজিদুল হারামের কাছে পৌঁছালাম, তখন জনৈক ব্যক্তি দণ্ডায়মান হয়ে বললেন, তোমাদের মধ্যে 'আমর ইবন জাবির-এর সঙ্গী কে? আমরা বললাম, আমরা তাকে চিনি না। তখন তিনি বললেন, জ্বিনের সঙ্গী তোমাদের মধ্যে কে ছিল? লোকজন বললো, এই ইনি। তিনি বললেন, আল্লাহ্ তোমাকে উত্তম প্রতিদান প্রদান করুন। (মৃত সাপটির প্রতি ইঙ্গিত করে) তিনি মৃত্যুবরণকারীদের মধ্যে নবম, যাঁরা আল্লাহর রাসূলের (ﷺ) কাছে এসেছিলেন এবং কুরআন শ্রবণ করেছিলেন।
(আহমদ ব্যতীত অন্য কেউ হাদীসটি বর্ণনা করেননি; হাদীসটি গরীব)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
عن صفوان ابن العطل (1) قال خرجنا حجاجا فلما كنا بالعرب (2) اذا نحن بحية تضطرب فلم تلبث ان ماتت فأخرج لها رجل خرقة من عيبته (3) فلفها فيها ودفنها وخدلها فى الأرض فلما أتينا مكة فانا لبا لمسجد الحرام اذ وقف علينا شخص فقال ايكم صاحب عمرو بن جابر؟ قلنا ما نعرفه، قال ايكم صاحب الجان؟ قالوا هذا، قال أما إنه جزاك الله خيرا، أما إنه قد كان من آخر التسعة موتا الذين أتوا رسول الله صلى الله عليه وسلم يستمعون القرآن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮৪ | মুসলিম বাংলা