মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৮৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৮৬) আবূ মূসা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা আদমকে (আ) সৃষ্টি করেছেন এক মুষ্টি মাটি থেকে, যা তিনি সংগ্রহ করেছেন সমগ্র যমিন থেকে। সুতরাং আদম সন্তানেরা যমিনের বৈশিষ্ট্য অনুসারে এসেছে (জন্মগ্রহণ করেছে), তাদের মধ্যে সাদা, লাল, কালো, মধ্যম, অধম (খবীছ), উত্তম, বিনম্র, কঠোর ও মধ্যম প্রভৃতি নানা রং ও প্রকৃতিবিশিষ্ট হয়ে দুনিয়ায় এসেছে।
(আবু দাউদ, তিরমিযী, বায়হাকী। তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।)
(আবু দাউদ, তিরমিযী, বায়হাকী। তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন।)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
عن أبى موسى (5) عن النبى صلى الله عليه وسلم قال ان الله عز وجل خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض جاء منهم الأبيض والأحمر والأسود وبين ذلك والخبيث (6) والطيب والسهل والحزن وبين ذلك