মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৭৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৭৫) জাবির ইবন আবদিল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে বলেছেন, তোমরা স্বামী অনুপস্থিত এমন মহিলাদের কাছে যেও না। কেননা শয়তান তোমাদের রক্তপ্রবাহী ধমনীর মধ্যেও প্রবেশ করতে পারে। আমরা বললাম, আপনারও কি, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)? তিনি বলেন, হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। তবে আল্লাহ্ আমাকে সাহায্য করেছেন, তাই আমি নিরাপদে আছি।
(এই হাদীসের তাখরীজ পঞ্চম খণ্ডে সালাতুস সফরে ১১৯৪ নং হাদীসের অধীনে উল্লেখ করা হয়েছে।)
(এই হাদীসের তাখরীজ পঞ্চম খণ্ডে সালাতুস সফরে ১১৯৪ নং হাদীসের অধীনে উল্লেখ করা হয়েছে।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن جابر بن عبد الله (2) قال قال لنا رسول الله صلى الله عليه وسلم لا تلجوا على المغيبات فان الشيطان يجرى من أحدكم مجرى الدم قلنا ومنك يا رسول الله؟ ومنى ولكن الله أعاننى عليه فأسم