মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৭৪
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৭৪) ইবন মাসউদ (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণিত। তবে সেখানে এসেছে- আল্লাহ্ তা'আলা সেই শয়তানের উপর আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন, ফলে সে আমাকে সত্যের প্রতিই নির্দেশনা দেয়।
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن ابن مسعود (1) عن النبى صلى الله عليه وسلم مثله وفيه ولكن الله أعاننى عليه فلا يأمرنى الا بحق (خط)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৪ | মুসলিম বাংলা