মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৭৩
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৭৩) ইব্ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য একটি করে শয়তান সঙ্গী নিযুক্ত করা আছে। লোকজন বলল, আপনার জন্যও কি ইয়া রাসূলাল্লাহ্? তিনি বলেন, হ্যাঁ; তবে আল্লাহ্ আমাকে সেই শয়তানের উপর বিশেষভাবে মদদ করেছেন; পরে থেকে আমি নিরাপদ।
(হাইছামী, তাবারানী ও বাযযার।)
(হাইছামী, তাবারানী ও বাযযার।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منكم من أحد ألا وقد كل به قرينه من الشياطين، قالوا وأنت يا رسول الله؟ قال نعم ولكن الله أعانني عليه فأسلم