মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৭২
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৭২) 'উরওয়াহ ইবনুয যুবাইর (রা) মা আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল এক রাত্রে তাঁর কাছ থেকে বের হয়ে আসেন। আয়েশা (রা) বলেন, এতে তাঁর প্রতি আমার অভিমান হয। (একটু পর) তিনি আমি কী করি দেখার জন্য ফিরে আসেন। তিনি বললেন, হে আয়েশা, তোমার কি হলো? তুমি অভিমান করেছ? আমি বললাম, আপনার মত কারও প্রতি আমার মত কেউ অভিমান করবে না, তা কী করে হয়? তখন রাসূল (ﷺ) বললেন, তোমাকে কি তোমার শয়তানে পেয়েছে? আয়েশা (রা) বললেন, আমার সাথে কি শয়তান আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, প্রত্যেক মানুষের সাথেই আছে কি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, আপনার সাথেও আছে কি ইয়া রাসূলাল্লাহ্? তিনি বললেন, হ্যাঁ। তবে আমার মহাপ্রভু তার কুমন্ত্রণা থেকে আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন, ফলে আমি নিরাপদ আছি।
(হুবহু একই সনদে ও একই শব্দে মুসলিম)
(হুবহু একই সনদে ও একই শব্দে মুসলিম)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن عروة بن الزبير (8) ان عائشة زوج النبى صلى الله عليه وسلم حدثت أن رسول الله صلى الله عليه وسلم خرج من عندها ليلا قالت فغرت، عليه قالت فجاء فرأى ما أصنع فقال مالك يا عائشة أغرت؟ قالت فقلت ومالى أن لا يغار مثلى على مثلك، فقال رسول الله صلى الله عليه وسلم أفأخذك شيطانك؟ قالت يا رسول الله أو معى شيطان؟ قال نعم، قلت ومع كل انسان؟ قال نعم، قلت ومعك يا رسول الله؟ قال نعم ولكن، ربى عز وجل أعاننى عليه حتى أسلم