মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৭৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৭৬) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, শয়তান আমার পাশ দিয়ে যাচ্ছিল, আমি তাকে ধরে ফেলি এবং তার গলা টিপে ধরি এমনকি তার জিহ্বার শীতলতা আমার হাতে অনুভূত হচ্ছিল। তখন সে বললো, আপনি আমাকে ব্যাথা দিয়েছেন। আপনি আমাকে ব্যাথা দিয়েছেন।
(আহমদ)
(আহমদ)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن عبد الله (3) قال قال رسول الله صلى الله عليه وسلم مره على الشيطان فأخذته فخنقته حتى لأجد برد لسانه فى يدى، فقال أوجعتنى