মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৬৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৬৯) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের এই যমিনে কেউ শয়তানের ইবাদত করবে-এ ব্যাপারে সে নিরাশ হয়েছে। তবে তোমরা যেসন গুনাহ ছোট মনে করে তুচ্ছ জ্ঞান কর, সে ব্যাপারে সে সন্তুষ্ট আছে।
(আহমদ। রাবীগণ নির্ভরযোগ্য।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن أبى هريرة (9) عن النبى صلى الله عليه وسلم قال ان الشيطان قد أيس ان يعبد بأرضكم هذه ولكنه قد رضى منكم بما تحقرون
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৯ | মুসলিম বাংলা