মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৬৮
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৬৮) সাবরা ইবন আবী ফাকিহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে (ﷺ) বলতে শুনেছি, শয়তান আদম-সন্তানের পথে পথে ঘাপটি মেরে বসে থাকে। সে ইসলামের রাস্তায় বসে থেকে আদম সন্তানকে বলে, তুমি ইসলাম গ্রহণ করবে? তোমার ধর্ম, তোমার বাবার ধর্ম, তোমার দাদা-পরদাদার ধর্ম পরিত্যাগ করবে? কিন্তু আদম সন্তান তার কথা অমান্য করে ইসলাম গ্রহণ করে। এরপর সে হিজরতের রাস্তায় বসে তাকে বলে, তুমি হিজরত করবে? তোমার দেশ, তোমার আকাশ পরিত্যাগ করবে? আরে মুহাজির তো রশিতে বাঁধা ঘোড়ার মত। আদম সন্তান তার কথা অমান্য করে হিজরত করে। এরপর ইবলিস জিহাদের রাস্তায় বসে তাকে বলে, জিহাদ হচ্ছে জান ও মালের অপচয়, তুমি যুদ্ধ করবে, তোমাকে হত্যা করা হবে, তোমার স্ত্রীকে বিবাহ দেওয়া হবে, তোমার সম্পদ বণ্টিত হবে। আদম সন্তান তার কথা অমান্য করে জিহাদে অংশ নেয়। রাসূল (ﷺ) বলেন, যে ব্যক্তি এইরূপ করে মৃত্যুবরণ করবে, আল্লাহ্ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন; অথবা যদি নিহত হয়, তাহলে আল্লাহ্ তাকে অবশ্যই জান্নাতে স্থান দিবেন, সে যদি পানিতে ডুবে মৃত্যুবরণ করে তাহলেও আল্লাহ্ তাকে জান্নাতে স্থান দিবেন, অথবা তার বাহন যদি তাকে হত্যা করে, তবু আল্লাহ্ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন।
(নাসাঈ)
(নাসাঈ)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن سيرة بن أبى فاكه (3) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الشيطان قعد لابن آدم بأطرقه (4) فقعد له بطريق الاسلام فقال له أتسلم (5) وتذر دينك ودين أبائك وآباء أبيك؟ قال فعصاه فأسلم، ثم قعد له بطريق الهجرة فقال أتهاجر وتذر أرضك وسماءك؟ وإنما مثل المهاجر كمثل الفرس فى الطول (6) قال فعصاه فهاجر، قال ثم قعد له بطريق الجهاد فقال له هو جهد (7) النفس والمال فتقاتل فتقتل فتنكح المرأة ويقسم المال، قال فعصاه فجاهد، فقال رسول الله صلى الله عليه وسلم فمن فعل ذلك منهم فمات كان حقا على الله ان يدخله الجنة، أو قتل كان حقا على الله عز وجل أن يدخله الجنة، وان غرق كان حقا على الله أن يدخله الجنة أو قصته (8) دابته كان حقا على الله أن يدخله الجنة