মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৬৭
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৬৭) আবু সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) ইব্ন সইয়াদকে বলেন, তুমি কী দেখতে পাচ্ছ? তিনি বলেন, সমুদ্রের উপর একটি আরশ দেখতে পাচ্ছি যার চারিদিকে সর্পকূল বেষ্টিত। রাসূল (ﷺ) বলেন, এটি ইবলিসের সিংহাসন।
(এই হাদীসের উদ্ধৃতি ও ব্যাখ্যা 'কিতাবুল ফিতান'-এ আসছে।)
(এই হাদীসের উদ্ধৃতি ও ব্যাখ্যা 'কিতাবুল ফিতান'-এ আসছে।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن أبى سعيد الخدرى (2) أن رسول الله صلى الله عليه وسلم قال لابن صائد ما ترى؟ قال أرى عرشا على البحر حوله الحيات، فقال رسول الله صلى الله عليه وسلم يرى عرش ابليس