মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৭০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৭০) জাবির (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, বর্ণনাকারী ইবন নুমাইর বলেছেন, (তার শব্দ ছিল) আমি রাসূলকে (ﷺ) বলতে শুনেছি, নিশ্চয় শয়তান এই বিষয়ে নিরাশ হয়েছে যে, মুসল্লীগণ তার ইবাদত করবেন; তবে তাঁদের মধ্যে মতভেদ, বিবাদ-বিসংবাদ ইত্যাদির ব্যাপারে সে নিরাশ নয়।
(মুসলিম ও মালিক)
(মুসলিম ও মালিক)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن جابر (2) قال قال رسول الله صلى الله عليه وسلم وقال ابن نمير (3) فى حديثه سمعت النبى صلى الله عليه وسلم قال ان الشيطان قد أيس أن يعبده المصلون ولكن فى التحريش بينهم