মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৬৪
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৬৪) আবু হুরাইরা (রা) ও আবূ সা'ঈদ (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, মানুষের আমলনামা-লেখক ফেরেশতাগণ ছাড়াও আল্লাহর অনেক ফেরেশতা রয়েছেন, যাঁরা যমিনে বিচরণ করতে থাকেন। যখন তাঁরা কোন গোত্র বা দলকে আল্লাহর স্মরণে লিপ্ত দেখতে পান, তখন তাঁরা অন্য সাথীদেরকে ডেকে বলেন, এদিকে এস তোমাদের উদ্দিষ্ট পাওয়া গিয়েছে। তখন তাঁরা সেখানে আসেন এবং দুনিয়ার আকাশ পর্যন্ত উচ্চতায় তাদেরকে ঘিরে রাখেন। তখন আল্লাহ্ তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে কী কাজে রত অবস্থায় ছেড়ে আসলে? তাঁরা উত্তর দেন, আমরা তাদেরকে ছেড়ে এসেছি এ অবস্থায় যে, তারা তোমার প্রশংসা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা এবং তোমার যিকর (বা স্মরণ) করছে। আল্লাহ্ বলেন, তারা কি আমাকে দেখেছে? তাঁরা বলেন, না। আল্লাহ্ বলেন, যদি তারা আমাকে দেখতো, তাহলে কেমন করতো? তাঁরা বলেন, যদি তারা আপনাকে দেখতে পেত, তাহলে তাদের প্রশংসা, শ্রেষ্ঠত্ব বর্ণনা ও যিকির আরও অনেক বেশী হতো। তখন আল্লাহ্ বলেন, তাঁরা কী চায়? তাঁরা উত্তর দেন, জান্নাত। আল্লাহ্ বলেন, তাঁরা কি জান্নাত দেখেছে? তাঁরা বলেন, না। আল্লাহ্ বলেন, যদি তারা তা দেখতো, তাহলে কী অবস্থা হতো? তাঁরা বলেন, যদি তারা তা দেখতে পেত, তাহলে জান্নাতের প্রতি তাদের বাসনা ও আবেদন আরো অনেক বেশী শক্তিশালী হতো। আল্লাহ্ বলেন, তারা কোন জিনিস থেকে নিরাপত্তা প্রার্থনা করে? তাঁরা বলেন, জাহান্নাম থেকে। আল্লাহ্ বলেন, তারা কি তা দেখেছে? তাঁরা বলেন, না। আল্লাহ্ বলেন, যদি তারা তা দেখতো, তাহলে কী অবস্থা হতো? তাঁরা বলেন, যদি তারা তা দেখতে পেত, তাহলে তারা আরো বেশী ভীত ও পলায়নপর হতো। আল্লাহ্ তখন ঘোষণা দেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, নিশ্চয় আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তখন ফেরেশতারা বলেন, এই দলে তো অমুক ব্যক্তি গোনাহগার রয়েছে, যে গোনাহ থেকে ফিরে আসেনি (তওবা করেনি), সে সেখানে গিয়েছিল অন্য কোন প্রয়োজনে! কিন্তু আল্লাহ্ বলেন, এরা এমন এক দল, যাদের সাথে যোগদানকারী বঞ্চিত হতে পারে না।
(এই হাদীসের ব্যাখ্যা ও উদ্ধৃতি ১৪শ খণ্ডে কিতাবুল আযকারে বর্ণিত হয়েছে।)
(এই হাদীসের ব্যাখ্যা ও উদ্ধৃতি ১৪শ খণ্ডে কিতাবুল আযকারে বর্ণিত হয়েছে।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن أبى هريرة أو أبى سعيد (1) قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله وملائكته سياحين فى الأرض فضلا عن كتاب الناس، فاذا وجدوا قوما يذكرون الله تنادوا هلموا إلى بغيتكم، فيجيئون فيحون بهم الى السماء الدنيا، فيقول الله أى شئ تركتم عبادى يصنعون؟ فيقولون تركناهم يحمدونك ويمجدونك ويذكرونك، فيقول هل رأونى؟ فيقولون لا، فيقول فكيف لو رأونى؟ فيقولون لو رأوك لكانوا أشد تحميدا وتمجيدا وذكرا، فيقول فأى شئ يطلبون؟ فيقولون يطلبون الجنة، فيقول وهل رأوها؟ فيقولن لا، فيقول فكيف لو رأوها؟ كانوا أشد عليها حرصا وأشد لها طلبا، قال فيقول ومن أى شئ يتعوذون؟ فيقولون من النار، فيقول وهل رأوها؟ فيقولان لا، قال فيقول فكيف لو رأوها؟ فيقولون لو رأوها كانوا أشد منها هربا وأشد منها خوفا، قال فيقول انى قد غفرت لهم، قال فيقولون فان فيهم فلانا الخطاء لم يردهم، إنما جاء لحاجة، فيقول هو القوم لا يشفى جليسهم