মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৬৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : জ্বিন সৃষ্টি ও তাদের সাথে সম্পৃক্ত বিষয়াবলী
(৬৫) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ফেরেশতা সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জ্বিন সৃষ্টি করা হয়েছে অগ্নিস্ফুলিঙ্গ থেকে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে সেই উপাদান থেকে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে।
(এই হাদীসের উদ্ধৃতি পূর্ববর্তী পরিচ্ছেদের প্রথমেই বর্ণনা করা হয়েছে।)
(এই হাদীসের উদ্ধৃতি পূর্ববর্তী পরিচ্ছেদের প্রথমেই বর্ণনা করা হয়েছে।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الجن وأمور تتعلق بهم
عن عائشة (2) رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور، وخلقت الجان من مارج من نار، وخلق آدم عليه السلام مما وصف لكم