মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৬৩
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৬৩) 'আবদুল্লাহ ইবন 'উমার (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলকে (ﷺ) বলতে শুনেছেন, আদমকে (আ) আল্লাহ তা'আলা যখন যমিনে প্রেরণ করলেন, তখন ফেরেশতারা বললেন হে প্রভু, আপনি যমিনে এদের পাঠাচ্ছেন, যারা বিশৃঙ্খলা ও রক্তপাত করবে। অথচ আমরা তো আপনার তাসবীহ-প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে যাচ্ছি! আল্লাহ্ বললেন, আমি সেই বিষয়ে সর্বাধিক অবগত যা তোমরা জান না। তাঁরা বললেন, আমরা বনী আদমের তুলনায় আপনার অধিক আনুগত্যশীল। আল্লাহ্ তখন ফেরেশতাদের বললেন, ঠিক আছে, তোমরা দুইজন ফেরেশতা নিয়ে আস, তাদেরকে যমিনে প্রেরণ করে দেখা যাক কী ধরনের আমল তারা করে। তারা বললেন, হে আমাদের প্রভু, এই (নিন) হারূত ও মারূত। অতঃপর তাঁদেরকে যমিনে প্রেরণ করা হয় এবং যুহরা (নক্ষত্রবিশেষ) কে অত্যন্ত সুন্দরী স্ত্রীলোকের অবয়ব ও রূপ-লাবণ্য দিয়ে তাদের সম্মুখে উপস্থাপন করা হয়। যুহরা তাদের কাছে এলে তারা তাকে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। যুহরা বলে, না আল্লাহর শপথ, তোমরা আমাকে ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না তোমরা আল্লাহর সাথে শিরকের কালেমা উচ্চারণ কর। তারা বললো, আল্লাহর শপথ, আমরা কখনো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবো না। যুহরা চলে গেল। কিন্তু পরে আবার ফিরে এল তার কোলে একটি শিশুকে নিয়ে। হারূত-মারূত আবার তাকে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলো। সে বললো, আল্লাহর শপথ, যতক্ষণ না তোমরা এই শিশুটিকে হত্যা করবে ততক্ষণ আমাকে পাবে না। তারা বললো, না, আল্লাহর শপথ, আমরা তাকে কখনও হত্যা করবো না। যুহরা ফিরে গেল। কিন্তু পুনরায় সে একটি শরাবের পাত্র নিয়ে ফিরে এল। এবারও তারা তাকে পাওয়ার বাসনা প্রকাশ করলো। সে বললো, না আল্লাহর শপথ, যতক্ষণ না তোমরা এই শরাব পান করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে পাবে না। তখন তারা শরাব পান করলো এবং অপ্রকৃতস্থ হয়ে যুহরার উপর চড়াও হলো এবং শিশুটিকে হত্যা করলো। যখন তারা প্রকৃতস্থ হয়, তখন স্ত্রীলোকটি বলে, আল্লাহর শপথ, তোমরা সবকিছুই করলে মদের নেশায় অপ্রকৃতস্থ হয়ে, যা তোমরা পূর্বে করতে অস্বীকার করেছিলে! এরপর তাদেরকে দুনিয়ার শাস্তি অথবা আখিরাতের শাস্তির মধ্যে যে কোন একটি বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়। অতঃপর তারা দুনিয়ার শাস্তিকেই বেছে নেয়।
(এই হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ ১৮শ খণ্ডে বর্ণিত হয়েছে।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن عبد الله بن عمر (2) أنه سمع نبى الله صلى الله عليه وسلم يقول أن آدم صلى الله عليه وسلم لما اهبطه الله تعالى الى الارض قالت الملائكة أى رب اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال انى اعلم ما لا تعلمون، قالوا ربنا نحن اطوع لك (3) من بنى آدم، قال الله تعالى للملائكة هلموا ملكين من الملائكة حتى يهبط بهما الى الأرض (4) فننظر كيف يعملون، قالوا ربنا هاروت وماروت فأهبطا الى الأرض ومثلت لهما الزهرة بامرأة من أحسن البشر فجاءتهما فسألاها نفسها، فقالت لا والله حتى تكلما بهذه الكلمة من الإشراك، فقالا والله لا نشرك بالله أبدا فذهبت عنهما ثم رجعت بصبى تحمله فسألاها نفسها، قالت لا والله حتى تقتلا هذا الصبى، فقالا والله لا تقتله أبدا، فذهبت ثم رجعت بقدح خمر تحمله فسألاها نفسها، قالت لا والله حتى تشربا هذا الخمر فشربا فسكرا فوقعا عليها وقتلا الصبى، فلما أفاقا قالت المرأة والله ما تركتما شيئا مما ابيتماه علي إلا قد فعلتما حين سكرتما فخيرا بين عذاب الدنيا والآخرة فاختارا عذاب الدنيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬৩ | মুসলিম বাংলা