মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৬২
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৬২) আবদুল্লাহ ইবন মাস'উদ (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য দুইজন করে সঙ্গী নিযুক্ত করা আছে। একজন জ্বিন সঙ্গী এবং আরেকজন ফেরেশতা সঙ্গী। লোকজন জিজ্ঞেস করলো, আপনারও কি এইরূপ আছে ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)? তিনি বললেন, হ্যাঁ, আমারও আছে। তবে আল্লাহ্ তা'আলা আমাকে বিশেষভাবে সেই সঙ্গীর উপর সাহায্য করেছেন, ফলে সে আমাকে সত্য ছাড়া অন্য কিছুর আদেশ করেনা।
(মুসলিম ও অন্যান্য)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن عبد الله (1) قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الجن وقربته من الملائكة، قالوا واياك يا رسول الله؟ قال واياى ولكن الله أعاننى عليه فلا يأمرنى إلا بحق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬২ | মুসলিম বাংলা