মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৫৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৫৯) আবুল আলীয়াহ বলেন, আমাকে ইবন 'আব্বাস (রা) জানিয়েছেন রাসূল (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, কোন বান্দার এরূপ বলা সমীচীন নয় যে, আমি ইউনুস ইব্ন্ মাত্তা থেকে উত্তম। এভাবে তিনি তাঁর পিতৃ-পরিচয় উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন যে, তাঁকে রাতে পরিভ্রমণ করানো হয়। তিনি মুসা (আ) ও আদমকে (আ) দেখেছেন। তাঁরা ছিলেন শানুআহ গোত্রের পুরুষদের ন্যায় উচ্চতাসম্পন্ন। (তিনি আরো বলেন) তিনি ঈসাকেও (আ) দেখেছেন-সুঠাম স্বাস্থ্যের অধিকারী, সাদা ও লাল ত্বকবিশিষ্ট সুপুরুষ। (তিনি আরো উল্লেখ করেন) তিনি দাজ্জালকে দেখেছেন এবং দোযখের দারোগা ফেরেশতা মালিককেও দেখেছেন।
(মুসলিম ও অন্যান্য।)
(মুসলিম ও অন্যান্য।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن أبى العالية (2) قال حدثنى ابن عم نبيكم (3) صلى الله عليه وسلم قال الله عز وجل ما ينبغى لعبد أن يقول أنا خير من يونس بن متى ونسبه الى أبيه، قال وذكر أنه أسرى به وأنه رأى موسى عليه السلام آدم طوالا كأنه من رجا شنوءة (4) وذكر أنه رأى عيسى مربوعا (5) الى الحمرة والبياض جعدا (6) وذكر أنه رأى الدجال ومالكا خازن النار