মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৫৮
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৫৮) উম্মু সালামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আল্লাহর রাসূল (ﷺ) বললেন, বসার স্থান ঠিক-ঠাক কর। কারণ এমন এক ফিরিশিতা যমিনে আগমন করবেন, যিনি কখনও যমিনে আসেননি।
(আহমদ। এই হাদীসের সনদে একজন রাবী এমন আছেন, যাঁর নাম উল্লেখ নেই।)
(আহমদ। এই হাদীসের সনদে একজন রাবী এমন আছেন, যাঁর নাম উল্লেখ নেই।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن أم سلمة (1) رضى الله عنها قالت قال لى رسول الله صلى الله عليه وسلم أصلحى لنا المجلس فانه ينزل ملك الى الارض لم ينزل اليها قط