মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৬০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: ফেরেশতা সৃষ্টি প্রসংগ
(৬০) বারা' ইবন 'আযিব (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, যখন মুমিন বান্দা তার দুনিয়ার জীবন পরিসমাপ্ত করে এবং আখিরাতের যিন্দেগীর সন্নিকটে উপস্থিত হয়, তখন তাঁর কাছে আকাশ থেকে কিছু ফেরেশতা অবতীর্ণ হয়, যাঁদের মুখমণ্ডল শুভ্র, সূর্যের ন্যায় উজ্জ্বল, তাঁদের সাথে নিয়ে আসেন জান্নাত থেকে একটি কাফন ও সুগন্ধি। তাঁরা তার দৃষ্টির সামনে বসে পড়েন। এরপর আসেন মালাকুল মউত (আ)। তিনি বসেন বান্দার মাথার নিকট এবং বলেন, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আস আল্লাহর সন্তুষ্টি ও মাগফিরাতের দিকে। তখন আত্মা বের হয়ে আসে এবং পানির ফোঁটার ন্যায় প্রবাহিত হতে থাকে। তখন তিনি তা তাঁর হাতে নিয়ে নেন। এই সময় মুহূর্তের মধ্যে ফেরেশতাগণ তাঁর হাত থেকে নিয়ে নেন এবং সেই জান্নাতী কাফনে ও সুগন্ধিতে রেখে দেন। ফলে পৃথিবীর সর্বোত্তম মিশকের সুগন্ধির ন্যায় সুগন্ধি বের হতে থাকে। এরপর তাঁরা সেই আত্মাকে নিয়ে ঊর্ধ্বাকাশে উঠে যান। সেখানে আরোহনকালে যেই ফেরেশতার সাথেই তাঁদের দেখা হয়, সে জিজ্ঞেস করে, এই পবিত্র আত্মা কার? তাঁরা উত্তর দেন ইনি হচ্ছেন অমুকের পুত্র অমুক, দুনিয়াতে যে সুন্দর নামে তাঁকে ডাকা হতো (সেই নাম উল্লেখ করেন)। এইভাবে তাঁরা দুনিয়ার আকাশের প্রান্তসীমায় পৌছে দরজা খোলার আবেদন জানালে দরজা খুলে দেওয়া হয়। এবং সেই আকাশের গণ্যমান্য ফেরেশতাগণ তাঁদের পেছনে সম্মানার্থে পরবর্তী আকাশ পর্যন্ত পৌছিয়ে দেন। এইভাবে তাঁরা সপ্তম আকাশ পর্যন্ত পৌছে যান। তখন আল্লাহ্ রাব্বুল 'আলামীন বলেন, আমার বান্দার কিতাব 'ইল্লীয়্যীন'-এ লিপিবদ্ধ কর এবং তাকে যমিনে ফিরিয়ে নিয়ে যাও। কারণ, আমি যমিন থেকে তাদের সৃষ্টি করেছি, সেখানেই তাদের ফিরিয়ে নেব এবং সেখান থেকেই তাদেরকে পুনর্বার বের করে আনবো। তখন তাঁর আত্মাকে (রূহ) তার শরীরে ফিরিয়ে দেওয়া হয় এবং তাঁর কাছে দু'জন ফেরেশতা আগমন করে এবং তাঁকে বসিয়ে জিজ্ঞেস করেন তোমার রব কে? তিনি বলেন, রাব্বি আল্লাহ্ (আমার রব আল্লাহ্)। তাঁরা জিজ্ঞেস করেন তোমার দীন কী? তিনি বলেন, আমার দীন ইসলাম.... আল-হাদীস।
(এই হাদীসের বিস্তারিত বিবরণ ও উদ্ধৃতি সপ্তম খণ্ডে কিতাবুল জানায়েয-এ দেখুন।)
كتاب خلق العالم
باب ما جاء فى خلق الملائكة
عن البراء بن عازب (7) أن رسول الله صلى الله عليه وسلم قال إن العبد اذا كان فى انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل اليه ملائكة من السماء بيض الوجوه وكان وجوههم الشمس، معهم كفن من اكفان الجنة وحنوط من حنوط الجنة حتى يجلسوا منه مد البصر، ثم يجئ ملك الموت عليه السلام حتى يجلس عند رأسه فيقول أيتها النفس الطيبة اخرجى الى مغفرة من الله ورضوان، قال فتخرج تسيل كما الفطرة من فى السقاء فيأخذها فاذا أخذها لم يدعوها فى يده طرفة عين حتى يأخذوها فيجعلوها فى الكفن وفى ذلك الحنوط ويخرج منها كأطيب نفخة مسك وجدت على وجه الأرض، قال فيصعدون بها فلا يمرون يعنى بها على ملأ من الملائكة إلا قالوا ما هذا الروح الطيب؟ فيقولون فلان بن فلن بأحسن أسمائه التى كانوا يسمونه بها فى الدنيا حتى ينتهوا بها الى السماء الدنيا فيستفتحون له فيفتح لهم، فيشيعه من كل سماء مقربوها الى السماء التى تليها حتى ينتهى بها الى السماء السابعة، فيقول الله عز وجل اكتبوا كتاب عبدى فى عليين وأعيدوه الى الأرض فأنى منها خلقتهم وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى، قال فتعاد روحه فى جسده فيأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك؟ فيقول ربى الله، فيقولان ما دينك؟ فيقول دينى الاسلام، الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান