মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৩৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: বায়ু, বজ্র ও মেঘমালা প্রসংগ
(৩৬) ইবন 'উমার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্ রাসূল (ﷺ) যখন বজ্রাঘাত ও বিদ্যুত চমকানোর আওয়াজ শুনতেন, তখন পাঠ করতেন:
اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكُنَا بِعَذَا بِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ .
হে আল্লাহ্, তুমি তোমার রাগ দ্বারা আমাদেরকে ধ্বংস করো না এবং তোমার শাস্তি দ্বারা আমাদেরকে বিনাশ করো না; সেসবের পূর্বে আমাদেরকে ক্ষমা করো।
اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكُنَا بِعَذَا بِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ .
হে আল্লাহ্, তুমি তোমার রাগ দ্বারা আমাদেরকে ধ্বংস করো না এবং তোমার শাস্তি দ্বারা আমাদেরকে বিনাশ করো না; সেসবের পূর্বে আমাদেরকে ক্ষমা করো।
كتاب خلق العالم
باب ما جاء فى السحاب والرعد والرياح
عن ابن عمر قال كان رسول الله صلى الله عليه وسلم اذا سمع الرعد والصواعق قال اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بذعابك وعافنا قبل ذلك