মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৩৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: বায়ু, বজ্র ও মেঘমালা প্রসংগ
(৩৫) ইয়াযীদ ইব্রাহীম ইবন সা'দ থেকে বর্ণনা করেন, তিনি তাঁর পিতা থেকে; তিনি বলেন, আমি মসজিদে হুমাইদ ইব্ন আবদির রহমানের পার্শ্বে উপবিষ্ট ছিলাম। এমন সময় বনু গিফার গোত্রের একজন সুদর্শন ও কালা (কানে কম শোনেন) বৃদ্ধ সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। হুমাইদ তাঁকে খবর পাঠালেন। তিনি কাছে আসলে হুমাইদ আমাকে বললেন, ভাতিজা এই বৃদ্ধের জন্য তোমার ও আমার মাঝখানে বসার জায়গা করে দাও: কারণ ইনি আল্লাহর রাসূলের (ﷺ) সাহচর্য লাভ করেছেন। অতঃপর তিনি এসে আমাদের দুইজনের মাঝখানে বসলেন। তখন হুমাইদ তাঁকে বললেন আপনি আমাকে সেই হাদীসটি শোনান, যা আপনি রাসূল (ﷺ) থেকে আমাকে শুনিয়েছিলেন। তখন আগন্তুক শায়খ (বৃদ্ধ বা উস্তাদ) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ্ তা'আলা মেঘমালা সৃষ্টি করেন, আর তা তার সর্বোত্তম কথা বলে (বজ্রের শব্দ) ওঠে এবং সর্বোত্তম হাসি হাসে (বিদ্যুৎ চমকায়)।
(হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
(হাদীসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।
كتاب خلق العالم
باب ما جاء فى السحاب والرعد والرياح
حدثنا يزيد (6) أنا ابراهيم بن سعد أخبرنى أبى قال كنت جالسا إلى جنب حميد بن عبد الرحمن فى المسجد فمر شيخ جميل من بنى غفار وفى اذنيه صمم أو قال وفر، أرسل اليه حميد فلما أقبل قال يا ابن أخى أوسع له فيما بينى وبينك فانه قد صحب رسول الله صلى الله عليه وسلم فجاء حتى جلس فيما بينى وبينه، فقال له حميد هذا الحديث الذى حدثنى عن رسول الله صلى الله عليه وسلم فقال الشيخ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله عز وجل بشئ السحاب فينطق أحسن النطق (7) ويضحك أحسن الضحك