মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৩৭
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: বায়ু, বজ্র ও মেঘমালা প্রসংগ
(৩৭) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কয়েকজন ইয়াহুদী রাসূলুল্লাহর (ﷺ) কাছে উপস্থিত হয়ে বললো, হে আবুল কাসিম, আমরা আপনার কাছে পাঁচটি বিষয়ে প্রশ্ন করবো...এরপর পুরো হাদীস বর্ণনা করেন। এই হাদীসে আছে- তারা বললো, আমাদের বলুন এই বজ্র কী? তিনি বলেন, আল্লাহর ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে মেঘসংক্রান্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, তাঁর হাতে আগুনের তৈরী একটি করাত আছে, তিনি এই করাতের সাহায্যে মেঘ কর্তন করেন এবং আল্লাহ্ নির্দেশমতে মেঘ চালনা করেন। তারা বললো, তাহলে আমরা যে আওয়াজ শুনতে পাই তা কী? রাসূল (ﷺ) বললেন, সেই কর্তনের আওয়াজ। তারা বললো, আপনি সত্য বলেছেন।
كتاب خلق العالم
باب ما جاء فى السحاب والرعد والرياح
عن ابن عباس (1) قال اقبلت يهود الى رسول الله صلى الله عليه وسلم فقالوا يا أبا القاسم أنا نسألك عن خمسة أشياء فذكر الحديث وفيه قالوا أخبرنا ما هذا الرعد؟ قال ملك من ملائكة الله عز وجل موكل بالسحاب بيده أو فى يده مخراق من نار يزجر به السحاب يسوقه حيث أمر الله، قالوا فما هذا الصوت الذى نسمع قال صوته قالوا صدقت
tahqiqতাহকীক:তাহকীক চলমান