মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ২৪
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: সমুদ্র ও নদ-নদী প্রসঙ্গ
(২৪) 'উমার ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, প্রতি রাতে সমুদ্র তিন বার করে যমিনের উপর উত্থিত হয় এবং আল্লাহর কাছে (বিশেষ করে অতিরিক্ত গোনাহের কারণে মানুষকে) ধ্বংস করে দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে, কিন্তু আল্লাহ্ তাকে বিরত রাখেন।
(হাদীসটি গরীব এবং এর একজন বর্ণনাকারী অজ্ঞাত পরিচয়।)
(হাদীসটি গরীব এবং এর একজন বর্ণনাকারী অজ্ঞাত পরিচয়।)
كتاب خلق العالم
باب ما جاء فى البحار والانهار
عن عمر بن الخطاب (5) رضى الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال ليس من ليلة الا والبحر يشرف فيها ثلاث مرات على الارض يستأذن الله فى أن ينفضح (6) عليهم فيكفه الله عز وجل