মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ২৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: সমুদ্র ও নদ-নদী প্রসঙ্গ
(২৫) সাফওয়ান ইবন ইয়ালা তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেন, সমুদ্র হচ্ছে জাহান্নাম (অর্থাৎ সমুদ্রে ভ্রমণ যেমন বিপদসঙ্কুল, তা যেন জাহান্নাম)। ইয়া'লাকে লোকজন জিজ্ঞেস করলো, তা কীভাবে? তিনি বললেন, তোমরা কি দেখ না আল্লাহ্ তা'আলা বলেছেন-
نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا
"আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি আগুন।” (কাহফ : ২৯)।
ইয়া'লার আত্মা যার হাতে, সে সত্তার শপথ, আমি আল্লাহর সম্মুখে উত্থিত না হওয়া পর্যন্ত কখনই সেখানে প্রবেশ করবো না এবং সমুদ্রের একটি ফোটাও গ্রহণ করবো না যতক্ষণ না আল্লাহর ইচ্ছা হয়। (অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমি সমুদ্রের ধারেকাছেও যাবো না।)
(মালিক ও বায়হাকী)
نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا
"আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি আগুন।” (কাহফ : ২৯)।
ইয়া'লার আত্মা যার হাতে, সে সত্তার শপথ, আমি আল্লাহর সম্মুখে উত্থিত না হওয়া পর্যন্ত কখনই সেখানে প্রবেশ করবো না এবং সমুদ্রের একটি ফোটাও গ্রহণ করবো না যতক্ষণ না আল্লাহর ইচ্ছা হয়। (অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমি সমুদ্রের ধারেকাছেও যাবো না।)
(মালিক ও বায়হাকী)
كتاب خلق العالم
باب ما جاء فى البحار والانهار
عن صفوان بن يعلى (7) عن أبيه أن النبى صلى الله عليه وسلم قال البحر هو جهنم (8) قالوا ليعلى (9) فقال ألا ترون أن الله عز وجل يقول نارا أحاط بهم سرادقها قال لا والذى نفس يعلى بيده لا أدخلها أبدا حتى أعرض على الله عز وجل ولا يصيبنى منها قطرة حتى ألقى الله عز وجل