মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ২৩
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: সমুদ্র ও নদ-নদী প্রসঙ্গ
(২৩) সব্বাহ থেকে বর্ণিত, তিনি আশরাস থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইব্‌ন আব্বাসকে (রা)-কে একদা জোয়ারভাটা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, সমুদ্রের মধ্যস্থলে একজন ফেরেশতাকে নিয়োজিত রাখা হয়েছে। তিনি যখন তাতে (সমুদ্রে) তাঁর পা রাখেন, তখন পানি উথলে ওঠে; আবার যখন তিনি পা উঠিয়ে নেন, তখন পানি নেমে যায়।
(এই হাদীসটি আহমদ ভিন্ন অন্য কেউ বর্ণনা করেননি। সাব্বাহ একজন অপরিচিত রাবী।)
كتاب خلق العالم
باب ما جاء فى البحار والانهار
عن صباح بن أشرس (4) قال سئل ابن عباس عن المد والجزر (1) فقال إن ملكا موكل بقاموس البحر (2) فاذا وضع رجله فاضث (3) وإذا رفعها غاضت
tahqiqতাহকীক:তাহকীক চলমান