মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : পাহাড়-পর্বত, লোহা, আগুন, পানি, বাতাস, যুগ, রাত ও দিন সৃষ্টি প্রসংগ
(১৯) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেন, আল্লাহ্ জাল্লা শানুহু এরশাদ করেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, তারা 'কাল' কে গালি দেয়, অথচ আমিই কাল (বা সময়), আমার হাতেই সবকিছুর নির্দেশনা, আমিই রাত ও দিনকে পরিবর্তন করি।
(বুখারী, মুসলিম, আবুদাউদ ও নাসাঈ।)
(বুখারী, মুসলিম, আবুদাউদ ও নাসাঈ।)
كتاب خلق العالم
باب ما جاء في خلق الجبال والحديد والنار والماء والريح والدهر والليل والنهار
عن أبى هريرة (3) قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل يؤذيني ابن آدم (4) يسب الدهر (5) وأنا الدهر (6) بيدي الأمر أقلب الليل والنهار