মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ২০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : পাহাড়-পর্বত, লোহা, আগুন, পানি, বাতাস, যুগ, রাত ও দিন সৃষ্টি প্রসংগ
(২০) আবূ হুরাইরা (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, তোমরা 'কাল'কে গালি দিও না; কেননা আল্লাহ্ তা'আলা বলেছেন আমিই 'কাল' রাত ও দিনসমূহ আমারই (সৃষ্টি), আমিই রাত ও দিনকে নতুন রূপ দিই, আবার পুরাতনও করে দিই এবং আমি এক বাদশাহর পর অন্য বাদশাহ নিয়ে আসি।
(হাদীসটির সনদ উত্তম, যদিও অন্য কোন মুহাদ্দিস তা বর্ণনা করেননি।)
(হাদীসটির সনদ উত্তম, যদিও অন্য কোন মুহাদ্দিস তা বর্ণনা করেননি।)
كتاب خلق العالم
باب ما جاء في خلق الجبال والحديد والنار والماء والريح والدهر والليل والنهار
وعنه أيضا (7) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الدهر فان الله عز وجل قال أنا الدهر الأيام والليالي لي أجددها وأبليها وآنى بملوك بعد ملوك