মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১৮
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : পাহাড়-পর্বত, লোহা, আগুন, পানি, বাতাস, যুগ, রাত ও দিন সৃষ্টি প্রসংগ
(১৮) আনাস (রা) থেকে আরো বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহ্ তা'আলা যমিন সৃষ্টি করলেন, তখন তা টালমাটাল করতে থাকে। তখন আল্লাহ্ তা'আলা পাহাড়-পর্বত সৃষ্টি করে যমিনের উপর স্থাপন করলেন এবং তাতে যমিন সুস্থির হয়ে গেল। এতদ্দর্শনে ফেরেস্তারা অবাক হয়ে আরজ করলেন, প্রভু, পাহাড়ের চেয়েও শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? আল্লাহ্ বললেন, হাঁ, লোহা। তাঁরা বললেন, প্রভু লোহার চেয়েও শক্তিশালী আপনার কোন সৃষ্টি আছে কি? আল্লাহ্ বললেন, হ্যাঁ, আগুন। তাঁরা বললেন, প্রভু, আগুনের চেয়েও শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? আল্লাহ্ বললেন, হ্যাঁ, পানি। তাঁরা বললেন, প্রভু, পানির চেয়েও শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? আল্লাহ্ বললেন, হ্যাঁ বায়ু। তাঁরা বললেন, প্রভু, বায়ুর চেয়েও কোন শক্তিশালী সৃষ্টি আপনার কাছে আছে কি? আল্লাহ্ বললেন, হ্যাঁ, আদম সন্তান, যে তার ডান হাতে যা দান করে, তা তার বাম হাতের কাছে গোপন করে।
(মুসলিম)
(মুসলিম)
كتاب خلق العالم
باب ما جاء في خلق الجبال والحديد والنار والماء والريح والدهر والليل والنهار
وعنه ايضا (2) قال لما خلق الله عز وجل جعلت تميد فخلق الجبال فالفاها عليها فاستقرت: فتعجبت الملائكة من خلق الجبال فقالت يارب هل من خلقك شئ أشد من الجبال؟ قال نعم الحديد، قالت يارب هل من خلقك شئ أشد من الحديد؟ قال نعم النار، قالت يارب هل من خلقك شئ أشد من النار؟ قال نعم الماء، قالت يارب فهل من خلقك شئ أشد من الماء؟ قال نعم الريح قالت يارب فهل من خلقك شئ أشد من الريح؟ قال نعم ابن آدم يتصدق بيمينه يخفيها من شماله