মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৫৩
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দশটি বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৫৩. শা'বী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সুদখোর, সুদদাতা, সাক্ষীদ্বয় ও সুদের হিসাবরক্ষক এবং যে সব মেয়ে শরীরে উল্কি এঁকে নেয়, আর যারা এঁকে দেয়- সবাইকে লা'নত করেছেন। ইবন আউন (রা) বলেন, আমি জিজ্ঞেস করলাম, যদি রোগের কারণে এঁকে থাকে? তিনি বললেন, হ্যাঁ, রোগের কারণে হলে বৈধ, হালালকারী ও যার জন্য হালাল করা হয়, (অর্থাৎ কোন ব্যক্তি তার স্ত্রীকে ৩ তালাক দিয়ে অন্য ব্যক্তির কাছে এ শর্তে বিবাহ দেয় যে, সে সঙ্গম করে তাকে তালাক দিবে, তাহলে প্রথম স্বামীর জন্য হালাল হবে।) এবং যাকাত দিতে অস্বীকারকারী, এদের উপর আল্লাহ লা'নত করেছেন। তিনি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কাঁদতে নিষেধ করেছেন, লা'নত শব্দটি বলেননি। 'আউফ (রা) জিজ্ঞেস করলেন, এ কথা তোমার কাছে কে বলেছে? সে বললো, হারিছ আউয়ার হামাদানী।
كتاب آفات اللسان
باب ما جاء في العشاريات
حدثنا محمد بن أبي عدي (4) عن ابن عون عن الشعبي قال لعن محمد صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهده والواشمة والمستوشمة قال ابن عون قلت الا من داء قال نعم (5) والحال والمحلل له ومانع الصدقة وقال وكان ينهى عن النوح ولم يقل لعن فقلت من حدثك (6) قال الحارث الأعور الهمداني