মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৫৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ: দশটি সংখ্যা উল্লেখ করে যা এসেছে
১৫৪. 'আবদুল্লাহ ইবন মাস'উদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দশটি বিষয় অপছন্দ করেছেন। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা, পরিধেয় বস্ত্র পায়ের গোড়ালির নিচে পর্যন্ত ঝুলিয়ে পরিধান করা, হলুদ রং-এর পোশাক পরা, (যা বিশেষ সুগন্ধযুক্ত পোশাক), এবং পাকা চুল পরিবর্তন করা। যারীর (রা) বলেন অর্থাৎ পাকা চুল উঠানো। যৌন মিলনে যথাস্থানে বীর্য না ফেলা, 'মু'আবিযাতাইন' ব্যতিত অন্য কিছুর মাধ্যমে ঝাড়ফুঁক দেয়া, (আর তাহলো- সুরা ফালাক ও সূরা নাস) দুধের সন্তানের প্রতি অন্যায় করা, (অর্থাৎ দুধের সন্তান থাকা অবস্থায় গর্ভবর্তী হওয়া। এটা দুষণীয়, তবে হারাম নয়।) এবং গলায় তাবিজ লটকানো। স্বামী ছাড়া অন্য পুরুষের সামনে রূপসজ্জা প্রকাশ করা এবং বক্ষ দেশ উঁচু করে ঘুরে বেড়ানো।
كتاب آفات اللسان
فصل منه في العشاريات المبدوءة بعدد
عن عبد الله بن مسعود (8) قال كان رسول الله صلى الله عليه وسلم يكره عشر خلال تختم الذهب وجر الإزار والصفرة يعني الخلوق (1) وتغيير الشيب قال جرير (2) انما يعني بذلك نتفه وعزل الماء عن محله (3) والرقى إلا بالمعوذات (4) وفساد الصبي غير محرمه (5) وعقد التمائم (6) والتبرج بالزينة لغير محلها (7) والضرب بالكعاب