মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৪৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সাতটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১৪৫. ইব্‌ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, যে ব্যক্তি জমির সীমানা ও চিহ্ন পরিবর্তন করে তার উপর আল্লাহর লা'নত, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতিত মূর্তির নামে জবেহ করে, তার উপর আল্লাহ্ লা'নত করেন। যে ব্যক্তি তার পিতা-মাতার উপর লা'নত করে আল্লাহ তার উপর লা'নত করেন। যে ব্যক্তি নিজ মালিককে বাদ দিয়ে অন্যের সাথে সম্পর্কের দাবী করে, তার উপর আল্লাহ্ লা'নত করেন। যে ব্যক্তি সঠিক পথ থেকে অন্ধ, তার উপর আল্লাহ্ লা'নত করেন; যে ব্যক্তি জন্তুর সাথে যৌন সঙ্গম করে, তার উপর আল্লাহর লা'নত, সে ব্যক্তি লূত (আ)-এর জাতির ন্যায় কাজ করে (অর্থাৎ সমকামিতা), তার উপর আল্লাহ্ লা'নত করেন, একথা তিনি তিনবার বলেন।
كتاب آفات اللسان
باب ما جاء في السباعيات
عن ابن عباس (2) أن نبي الله صلى الله عليه وسلم قال لعن الله من غير تخوم (3) الأرض لعن الله من ذبح لغير الله (4) لعن الله من لعن والديه لعن الله من تولى غير مواليه (5) لعن الله من كمه (6) أعمى عن السبيل لعن الله من وقع على بهيمة (7) لعن الله من عمل عمل قوم لوط ثلاثا
tahqiqতাহকীক:তাহকীক চলমান