মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৪৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: সাতটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১৪৬. আবু রায়হানা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের নিকট রাসূলের বাণী পৌঁছেছে যে, তিনি দাঁত ধারালো ও চিকন করা, শরীরে উল্কি অংকন করা, পাকা চুল উঠানো, শিগার বিবাহ (শিগার অর্থ মোহর না দিয়ে অদল বদল প্রথায় বিবাহ), মুকামায়া বা পুরুষে-পুরুষে ও নারী-নারীর সাথে এক কম্বলে শয়ন করা, পরচুলা ব্যবহার করা ও মুলামাসা বা স্পর্শের মাধ্যমে ক্রয়-বিক্রয় সহ সবকিছু নিষেধ করেছেন।
(মুলামাসা, বিক্রেতা ক্রেতাকে বলল: অমুক জিনিসটি স্পর্শ করলে ক্রয়-বিক্রয় বাধ্যতামূলক হয়ে যাবে ক্রেতা পণ্যটি কখনও না দেখে থাকলেও তা বিক্রয় হয়ে যাবে।)
كتاب آفات اللسان
باب ما جاء في السباعيات
عن أبي ريحانة (9) أنه قال بلغنا ان رسول الله صلى الله عليه وسلم نهى عن الوشر (10) والوشم والنتف والمشاغرة والمكامعة والوصال والملامسة
tahqiqতাহকীক:তাহকীক চলমান