মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৪৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ছয় বাক্য বিশিষ্ট বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৪৪. শাদ্দাদ আবু 'আম্মার শামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা 'আউফ ইবন মালিক (রা) বলেন, হে মহামারী! আমাকে তোমার কাছে উঠিয়ে নাও। বর্ণনাকারী বলেন, তখন লোকেরা বললো, তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুননি, তিনি বলেন, যে মুসলমান ব্যক্তিকে দীর্ঘজীবী করা হয়, তার জন্য তা কল্যাণকর। অন্য বর্ণনায় মুমিনের দীর্ঘ জীবন লাভ কল্যাণকর। তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি ছয়টি জিনিসকে ভয় করি: মূর্খ লোকের আমির নিযুক্ত হওয়া। বিচার বেচা-কেনা করা, অর্থাৎ (ঘুষ আদান প্রদান করা), দারোয়ানের সংখ্যা অধিক হওয়া, যার ফলে জুলুম নির্যাতন বৃদ্ধি পাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে, গানের সুরে কুরআন পাঠ করা হবে এবং সমাজে রক্তপাত বৃদ্ধি পাবে।
كتاب آفات اللسان
باب ما جاء في السداسيات
عن شداد أبي عمار الشامي (1) قال قال عوف بن مالك يا طاعون خذني اليك قال فقالوا اليس قد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ماعمر المسلم كان خيرا له (وفي رواية إن المؤمن لا يزيده طول العمر إلا خيرا) قال بلى ولكني اخاف ستا امارة السفهاء وبيع الحكم وكثرة الشرط وقطيعة الرحم ونشئا ينشؤون يتخذون القرآن مزامير وسفك الدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান