মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৩৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ: পঞ্চম শব্দ দিয়ে শুরু
১৩৬. সানয়াবাসীদের এক ব্যক্তি আইয়ূব ইবন সালমান (রা) থেকে বর্ণিত। তিনি এবং অন্যরা মিলে ইবন 'উমর (রা)-এর নিকট বসা ছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে যে পাঁচটি বাণী শুনেছি। তার সংবাদ কি দেব? তারা বললো, হ্যাঁ। যে ব্যক্তির সুপারিশ আল্লাহর বিধানের পরিপন্থী হয়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল, যে ব্যক্তি অন্যায়ভাবে ঝগড়া বিবাদে সাহায্য করে, সে তা পরিত্যাগ না করা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টির ছায়াতলে অবস্থান করে; যে ব্যক্তি কোন মুমিন পুরুষ অথবা নারীর উপর মিথ্যা অপবাদ দেবে, আল্লাহ্ তাকে দোযখবাসীদের শরীর থেকে বের হওয়া পুঁজ রক্ত ও ঘামের মধ্যে আটকে রাখবেন; যে ব্যক্তি ঋণ পরিশোধ না করে মারা যাবে, সে ব্যক্তির নেক আমল থেকে ঋণদাতাকে দিয়ে দেয়া হবে আর তার দীনার ও দিরহাম পরকালে কোন কাজে আসবে না, ফযরের দু'রাকাত নামায ঠিকমত আদায় করবে, এ দু রাকাত বড়ই মর্যাদাপূর্ণ।
كتاب آفات اللسان
فصل منه في الخماسيات المبدوءة بعدد
عن أيوب بن سلمان (8) رجل من أهل صنعاء أنه جلس هو وآخرون إلى ابن عمر رضي الله عنهما فقال لهم الا أخبركم بخمس سمعتهن من رسول الله صلى الله عليه وسلم قالوا بلى قال من حالت شفاعته دون حد من حدود الله فهو مضاد الله في أمره ومن أعان على خصومة بغير حق فهو مستظل في سخط الله حتى يترك ومن قفا مؤمنا (9) أو مؤمنة حبسه الله في ردغة الخبال عصارة أهل النار ومن مات وعليه دين أخذ لصاحبه من حسناته لا دينار ثم ولا درهم (1) وركعتا الفجر حافظوا عليهما فإنهما من الفضائل
tahqiqতাহকীক:তাহকীক চলমান