মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৩৭
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ: পঞ্চম শব্দ দিয়ে শুরু
১৩৭. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পাঁচটি জিনিষের কোন কাফফারা নেই; তা হলো, আল্লাহর সাথে শরীক করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মুমিনের সম্পদ লুট করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এবং অন্যায়ভাবে সম্পদ দখল করার জন্য সুস্থমস্তিষ্কে শপথ করা।
كتاب آفات اللسان
فصل منه في الخماسيات المبدوءة بعدد
عن أبي هريرة (2) قال قال رسول الله صلى الله عليه وسلم خمس ليس لهن كفارة الشرك بالله عز وجل وقتل النفس بغير حق أو نهب مؤمن أو الفرار يوم الزحف أو يمين صابرة يقتطع بها مالا بغير حق
tahqiqতাহকীক:তাহকীক চলমান