মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৩৫
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: পাঁচটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১৩৫. হাজ্জাজ ও রাওহ সূত্রে ইবন জুরায়জ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আবূ যুবায়ের সংবাদ দিয়েছেন যে, তিনি যাবির (রা) কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক পায়ে জুতা পরিধান করে চলবে না। এক চাদর পরে আবৃত হবে না, বাম হাতে আহার গ্রহণ করবে না, 'সম্মা করবে না, শোয়ার সময় এক পা অন্য পায়ের উপর রাখবে না। আমি আবূ যুবায়রকে প্রশ্ন করলাম, শায়িত অবস্থায় হাত পা ছড়িয়ে থাকা অবস্থায় তা কি হাঁটুর উপর রাখব? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, 'সম্মা' হলো পোশাকের একটি অংশ ভীতরে পরে বাহিরের অংশ তোমার কাঁধে রেখে গোটা শরীরে জড়িয়ে নেয়া। (অর্থাৎ লজ্জাস্থানে কোন অংশ না রাখা।) আমি আবু যুবায়রকে বললাম, তারা বলল: এক চাদর দ্বারা আবৃত হলে শরীরের সবস্থানে তা পৌঁছে না, (লজ্জাস্থানের কোন অংশ বাকী থাকে) এভাবে আমি যাবির (রা) থেকে শুনেছি, তিনি বলেছেন, এক চাদর পরে আবৃত হবে না। হাজ্জাজ বলেন, এটি ইবন যুরাইজ থেকে বর্ণিত। 'উমর (রা) তাকে বলেছিলেন, এক চাদর পরে আবৃত হলে তা শরীরের সকল স্থানে পৌঁছায় না। অর্থাৎ লজ্জাস্থানে কাপড়ের কোন অংশ থাকে না।
كتاب آفات اللسان
باب ما جاء في الخماسيات
حدثنا حجاج وروح (3) عن ابن جريج أخبرني أبو الزبير أنه سمع جابر يقول قال رسول الله صلى الله عليه وسلم لا تمش في نعل واحدة ولا تحتبين في إزار واحد ولا تأكل بشمالك ولا تشتمل الصماء ولا تضع احدى رجليك على الاخرى اذا استلقيت قلت لأبي الزبير أو ضعه (4) رجله على الركبة مستلقيا؟ قال نعم قال أما الصماء فهي احدى اللبستين تجعل داخله ازارك وخارجه على احدى عاتقيك قلت لأبي الزبير (5) فإنهم يقولون لا يحتبى في إزار واحد مفضيا قال كذلك سمعت جابرا يقول لا يحتبى في إزار واحد (6) قال حجاج عن ابن جريج قال عمرو لي مفضيا
tahqiqতাহকীক:তাহকীক চলমান