মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৩৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: পাঁচটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১৩৪. হানাস সান'য়ানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রুয়াইফি ইবন ছাবিত আনসারীর সাথে মরক্কোর যুবরা নামক একটি গ্রামে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তিনি আমাদের উদ্দেশ্য বক্তৃতা দিয়ে বলেন, হে মানুষ! যেভাবে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে শুনেছি, সেভাবে আমি তোমাদেরকে বলবো, রাসূলুল্লাহ (ﷺ) হুনায়নের যুদ্ধের সময় আমাদের উদ্দেশ্য বলেন, যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, তার জন্য অন্যের ক্ষেতে পানি দেওয়া হালাল নয়, (অর্থাৎ গর্ভবতী যুদ্ধবন্দী কোন দাসীর সাথে যৌনসঙ্গম করা অথবা বিক্রি করা হালাল নয়।) আর যুদ্ধবন্দী বিবাহিতা নারী হলে, যতক্ষণ তার রেহেম মুক্ত না হবে। গনিমতের মাল বণ্টন করার পূর্বে তা বিক্রি করা বৈধ নয় আর মুসলমানদের যুদ্ধে ফাই পাওয়া জন্তুর উপর আরোহন করে সেটি দুর্বল হওয়ার পর তা ফেরত দেয়া এবং মুসলমানদের ফাই পাওয়া কাপড় পরিধান করার পর তা ব্যবহারের অনুপযোগী হলে, তখন ফেরত দেয়া হালাল নয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الخماسيات
عن حنش الصنعائي (2) قال غزونا مع رويفع بن ثابت الانصاري قرية من قرى المغرب يقال لها جربة فقام فينا خطيبا فقال ايها الناس اني لا أقول فيكم إلا ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقول قام فينا يوم حنين فقال لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسقى ماؤه زرع غيره يعني اتيان الحبالى من السبايا وان يصيب امرأة ثيبا من السبى حتى يسترها يعني اذا اشتراها وان يبيع مغنما حتى يقسم وأن يركب دابة من فيء المسلمين حتى اذا أعجفها ردها فيه وأن يلبس ثوبا من قيء المسلمين حتى اذا اخلقه رده فيه
tahqiqতাহকীক:তাহকীক চলমান