মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১২৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চার সংখ্যা বিশিষ্ট শব্দ দিয়ে যা বর্ণিত হয়েছে
১২৮. আবূ সা'ঈদ খুদরী (রা) পুনরায় বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন চারটি জিনিস শুনেছি, যা আমাকে আনন্দিত করেছে। আফফান (রা) বলেন, আমাকে মুগ্ধ করেছে। রাসূলুল্লাহ (ﷺ) কোন নারীকে স্বামী অথবা মাহরাম পুরুষ সাথী ছাড়া দু'দিনের দূরত্বে সফর করতে নিষেধ করেছেন। আফফান (রা) বলেন, তিনি দুটি সময় নামায পড়তে নিষেধ করেছেন, ফযরের নামাযের পর সূর্য উদিত না হওয়া পর্যন্ত এবং আসরের নামায পড়ার পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত। আর তিনি দু'দিন রোযা রাখতে নিষেধ করেছেন, তা হলো- কুরবানীর দিন ও ঈদুল ফিতরের দিন। তিনি (ﷺ) আরো বলেছেন, তিনটি মসজিদ ছাড়া সফরের উদ্দেশ্যে বের হবে না, তা হলো- বায়তুল্লাহ, বায়তুল মাক্দিস ও আমার মসজিদ।
كتاب آفات اللسان
فصل منه في الرباعيات المبدوءة بعدد
وعنه أيضا (8) قال سمعت من رسول الله صلى الله عليه وسلم أربعا فأعجبتني وأينقني قال عفان (9) وأنقني نهى أن تسافر المرأة مسيرة يومين قال عفان أو ليلتين الا ومعها زوج أو ذو محرم ونهى عن الصلاة في ساعتين بعد الغداة حتى تطلع الشمس وبعد العصرة حتى تغيب ونهى عن صيام يومين يوم النحر ويم الفطر وقال لا تشد الرحال إلا في ثلاثة مساجد مسجد الحرام ومسجد الأقصى ومسجدي هذا