মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১২৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চার সংখ্যা বিশিষ্ট শব্দ দিয়ে যা বর্ণিত হয়েছে
১২৯. আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জাহেলী যুগের চারটি কাজ (অবশ্যই বর্জন করতে হবে কিন্তু) মানুষ তা বর্জন করবে না। তা হলো, বংশ নিয়ে অহংকার, বংশ উল্লেখ করে কলঙ্ক দেয়া, তারকা গণনা করে বৃষ্টির প্রার্থনা করা, মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করা। বিলাপ করে কান্নাকাটিকারী যদি মৃত্যুর পূর্বে তাওবা না করে, তাহলে তাকে কিয়ামতের দিন আলকাতরার জামা, অথবা খোস পাঁচড়ায় আক্রান্ত বর্ম পরিধান করে উঠানো হবে।
كتاب آفات اللسان
فصل منه في الرباعيات المبدوءة بعدد
عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من الجاهلية لا يتركن الفخر في الأحساب والطعن في الأنساب والاستسقاء بالنجوم والنياحة والنائحة اذا لم تتب قبل موتها تقام يوم القيامة وعليها سربال (1) من قطران أو درع (2) من جرب